যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে ‘বলরুম’ নাচের আসরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার মন্টেরি পার্ক নামক স্থানে চীনা চন্দ্র নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। হঠাৎ-ই রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। অস্ত্রধারীর অতর্কিত হামলায় ছন্নছাড়া হয়ে পড়ে উপস্থিত জনতা৷
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে। সেখান থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরো ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে হামলাকারী একজন পুরুষ৷ তবে ঠিক কী কারণে হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি৷