বিপিএলে মোনার্ক পদ্মা নামের একটি ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। আর দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকদের তালিকায় দেখা যাচ্ছেনা সাকিবের নাম।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, একটা বিষয় আপনারা ভুলভাবে উপস্থাপন করছেন। ভুল বলব না… তবে কোনো বর্তমান ক্রিকেটার যারা বিপিএল খেলবে তারা দল কিনতে পারবে না। সাকিবের নামে কোনো আবেদনই আমাদের কাছে আসেনি। অনেক জায়গায় দেখেছি মাশরাফি নাকি দল কিনেছে। কিন্তু মাশরাফি তো দল কেনার আগ্রহ দেখায়নি। একটা দল এসেছে। যারা বিপিএলে দল গঠন করবে। কিন্তু কোনো বর্তমান খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না। আমাদের কাছে মোনার্ক লেদার নামে আবেদন এসেছিল।
যাছাই-বাছাই শেষে আমরা পুরনোদেরকেই অগ্রাধিকার দিয়েছি। কারণ ইতোমধ্যে তারা বিপিএলে অনেক বিনিয়োগ করেছে।