29 C
Dhaka
Saturday, September 21, 2024

রাজধানীতে হিজড়া গ্রুপের সঙ্গে হকারদের সংঘর্ষ,আহত ৬

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে পল্টনে খাবারের দোকানে হকারদের সঙ্গে হিজড়া গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের এ মুহূর্তে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পল্টন মোড়ে একটি খাবারের হোটেলে খেতে যান হিজড়ারা। এ সময় তাদের দ্রুত হোটেল কক্ষ ত্যাগ করতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহতরা হলেন তৃতীয় লিঙ্গের কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯) অন্যদিকে হকার ফেরদাউস আহমেদ (২১) ও  আদিজ মিয়া (২৫)।

আহত তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে কমলা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে আমরা খাবার খেতে যাই। তখন হকাররা সেখানে বসে খাবার খাচ্ছিলেন। আমাদেরকে তখন তারা দ্রুত খাবার খেয়ে সেখান থেকে উঠে যেতে বলেন। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, তারপর হাতাহাতির ঘটনা ঘটে।

এদিকে আহত হকার আদিজ মিয়া বলেন, এক রিকশার যাত্রীর কাছ থেকে তারা ১০ টাকা দাবি করেন। তখন ওই রিকশাআরোহী ভাংতি টাকা না থাকায় ১০০ টাকার নোট দেন এবং বাকি ৯০ টাকা ফেরত চান। তবে তারা পুরো টাকাই নিয়ে যাচ্ছিলেন।

এ সময় আদিজ প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে যান তারা। তখন তাকে মারধর করতে থাকেন হিজড়া গ্রুপটি। তাকে মারতে দেখে আশপাশে থাকা অন্য হকাররা এসে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া জানান, মারামারির ঘটনায় তৃতীয় লিঙ্গের চারজন ও দুইজন  হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...