রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণার পর শুক্রবার (২৮ জুলাই) রাতে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা কাউকেই ঢাকার প্রবেশপথে কর্মসূচি পালনের অনুমতি দিইনি। তাই রাস্তাঘাট অবরোধ করতে দেব না। রাস্তাঘাট সচল রাখব। এটাই আমাদের আপাতত সিদ্ধান্ত।
ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির অবস্থান কর্মসূচি রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়া শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ।