29 C
Dhaka
Wednesday, October 16, 2024

রাজনৈতিক সংকট নিরসনে দেশে সংলাপের পরিবেশ নেই: আমীর খসরু

- Advertisement -

রাজনৈতিক সংকট নিরসনে দেশে সংলাপের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি সংলাপের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১৫ জুলাই) সকালে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে।

সংলাপের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশে যেখানে কোনো ডেমোক্রেটিক অর্ডার নাই, মানবাধিকার প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। যেখানে ডেমোক্রেটিক অর্ডারই অ্যাবসেন্স, লেভেল প্লেয়িং ফিল্ড অ্যাবসেন্স। সেখানে সংলাপের জন্য তো একটা ডেমোক্রেটিক অর্ডার লাগে। সংলাপ ডেমোক্রেটিক অর্ডারের অংশ। বাংলাদেশে যেখানে এগুলো নেই, সেখানে পরিবেশতো তৈরি করতে হবে। তারপর সংলাপের প্রশ্ন।

ইউরোপীয় ইউনিয়নের টিম এসেছে কেন প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে মতামত দিতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না। কেন তাদের বাংলাদেশে আসতে হচ্ছে? এটা যেমন সবার প্রশ্ন, নিশ্চয়ই ওদের মনেও এটা প্রশ্ন তাদেরকে কেন আসতে হচ্ছে এখানে? স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ এটাই তাদের আসার ভিত্তি। এই ভিত্তির ওপরে বাংলাদেশের ওপর সারা বিশ্ব নজর দিয়েছে। তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচন আগামী দিনে আদৌ জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কি না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব মনে করে না এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে। তারা এখানে আসার উদ্দেশ্য পরিষ্কার করেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। তারা তো নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা ভারতে যাচ্ছে না, তারা কেন বাংলাদেশে এসেছে। বিষয়টা তো দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশে নির্বাচন হয় না। আগামীতে যে নির্বাচন হবে না এটা প্রতিদিন আমরা দেখছি। আক্রমণ, জেল, মিথ্যা মামলা। পুলিশের পোস্টিং, হাতের কবজি বিচ্ছিন্ন করা, দুর্নীতি দমন কমিশন ব্যবহার করা, বিচার বিভাগ ব্যবহার করা- এগুলো প্রতিনিয়ত চলছে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের পক্ষ থেকে যেটা বলছি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, সম্ভব না। কারণ এদের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন তো দূরে থাক নির্বাচনের ভোট চুরি তো এখনই চলতেছে। ডিসি, পুলিশ, ইউএনওর পোস্টিং হচ্ছে। বিএনপি নেতাদের গ্রেফতার চলছে, আক্রমণ চলছে, হাত কেটে ফেলছে। বিএনপির জনসভায় আসলে বাধা দেওয়া হচ্ছে। পদযাত্রা কর্মসূচিতে আক্রমণ করে আহত করেছে। বিএনপি নেতাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ ভোট চুরি প্রতিদিনই চলছে বাংলাদেশে।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) আবারও নির্বাচনকে নিয়ন্ত্রণ করে তাদের প্রক্রিয়ার মাধ্যমে জোর করে ক্ষমতায় যাবে, জনগণকে ভোটের বাইরে রাখবে। সুতরাং এ বিষয়গুলো পরিষ্কার। এগুলো আলোচনা হয়েছে। আমরা বলেছি, এই রেজিমের অধীনে বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না। দিনের আলোর মতো পরিষ্কার বিষয়। এগুলো সবারই জানা।

পশ্চিমা কূটনীতিকদের ঢাকা সফরের মূল্যায়ন নিয়ে বিএনপির এ নেতা বলেন, এই টিম বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট পর্যবেক্ষণ করতে আসছে। সফরটা কেন হচ্ছে এটাই প্রশ্ন। প্রথমেই তারা বলেছে বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এখান থেকে ধরে নেন বাংলাদেশ সম্পর্কে তাদের কী ধারণা। এই থেকে ধারণা নিতে পারেন বাংলাদেশে তারা কী চায়। তারা মানবাধিকার চায়, শ্রমিকের অধিকার চায়। এখান থেকে বিষয়টা খুবই পরিষ্কার। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে এর থেকে বেশি কিছু বলার সুযোগ আছে?

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্যাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাডভোকেট আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
ঘেরাও প্রতিবাদ, উত্তাল আদালত প্রাঙ্গন।জাতির পিতা বিতর্ক ও জাতীয় দিবসগুলো বাতিল প্রসঙ্গ।
00:00
Video thumbnail
দুর্ভাগ্য, না কি ব্যর্থতা? এখনও অ'প'রাধীরা দাপিয়ে বেড়াচ্ছে! সমস্যাটা আসলে কোথায়? মনজুর আহমেদ চৌধুরী
08:01
Video thumbnail
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচন কাঠামো নিয়ে অবাক করা তথ্য দিলেন ড. সিনহা এম এ সাঈদ
15:16
Video thumbnail
আ. লীগ নেতা জা'মি'ন পায়, মাহমুদুর রহমান জে'লে ছিল কেন? কৃষকদল নেতার বি'ক্ষু'ব্ধ প্রতিক্রিয়া
09:41
Video thumbnail
চব্বিশের বি’প্ল’ব যে কারণে সফল হয়নি: রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে নিয়ে ক’ঠি’ন মন্তব্য দর্শকের
13:49
Video thumbnail
আ. লীগ যতদিন অ'বৈ'ধভাবে ক্ষমতায় ছিল ততদিন এদেরকে নি'ষি'দ্ধ করা দরকার: ভিপি ইব্রাহিম
12:58
Video thumbnail
ড. ইউনূস জনগণের কথা শোনেন না! ড. ইউনূসের যেসব ব্যর্থতার কথা জানালেন ড. মনজুর আহমেদ চৌধুরী
14:45
Video thumbnail
ড. ইউনূস প্রমাণ করছেন তিনি রাজনীতি বুঝেন না! এ কী বললেন ড. সিনহা এম এ সাঈদ?
14:15
Video thumbnail
আইন শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কি প্রমাণিত? কোন উপদেষ্টার কি উদ্দেশ্য?
01:30:27
Video thumbnail
পুলিশের সাথে কল রেকর্ড ফাঁ*স! এবার নিজের অবস্থান জানালেন সেই নেতা শেখ রেজওয়ান!
06:33

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe