নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূ মন্তব্য করার পর ব্যাপক প্রতিবাদের মুখে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন বিধায়ক গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া টি রাজা সিং তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক।
এদিকে বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতে হায়দ্রাবাদ শহরে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়; জানিয়েছে ভারতীয় গণমাধ্যমের।
হায়দ্রাবাদের সাউথ জোন পুলিশের ডেপুটি কমিশনার পি সাই চৈতন্য জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সম্পর্কিত আইনের ধারায় রাজা সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দর দপ্তরের সামনে এবং নগরীর অন্যান্য অংশে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজার বিতর্কিত মন্তব্যের ১০ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর হায়দ্রাবাদ ও সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।
গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দর দপ্তরের সামনে এবং নগরীর অন্যান্য অংশে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ।