বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৫.৯৮ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। এর আগের দিন রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১১ বিলিয়ন ডলার। গত বছরের ১৯ অক্টোবর দেশের মোট রিজার্ভ ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় একনাগাড়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি বিল পরিশোধে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বাজারে ডলার ছেড়ছে
কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে রেকর্ড ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার ছাড়ে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলারের বেশি বাজারে ছাড়া হয়েছে।
এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়েছে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
দেশে চলতি বছর রপ্তানি আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে যার মূল্যমান ৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।