ভয়াবহ অর্থনৈতিক ও জ্বালানি সংকটে দিন কাটাচ্ছে দীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এই সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজপাকসে।
এ ইস্যুতে লংকান প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি পুতিনের কাছে বলেছেন, পুতিন শ্রীলংকাকে যাতে জ্বালানি দিয়ে সহায়তা করেন।
সংকটের এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান। ফুয়েল স্টেশনগুলোতেও কোনো জ্বালানি নেই। এক লিটার জ্বালানির জন্য সাধারণ মানুষ কয়েক কিলোমিটার লাইন ধরতেও বাধ্য হয়েছে।
গোতবায়া রাজাপাকসে নিজেদের এই দুঃসময়ে তাদের জ্বালানি দিতে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন
টুইটে লংকান প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ভালো আলোচনা হয়েছে। আগে শ্রীলংকার খারাপ সময়ে তার (পুতিন) সরকার শ্রীলংকাকে যে সহায়তা করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।
তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের কাছে আমি অনুরোধ করেছি শ্রীলংকাকে ক্রেডিট সুবিধার মাধ্যমে যেন তিনি জ্বালানি সরবরাহ করেন। আমরা যাতে বর্তমান অর্থনৈতিক দুরঅবস্থাকে দ্রুতই হারাতে পারি।