ইউরোপ পর্ব শেষ করে ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। আড়াই বছরের চুক্তি করেছেন তিনি। প্রতি বছরে ২০৭ মিলিয়ন ডলার বেতন পাবেন পর্তুগিজ যুবরাজ। এর সবই পুরাতন খবর। নতুন খবর হলো, আল নাসরের জটিলতা কেন্দ্রিক। আর সেই জটিলতার জন্য এখন পর্যন্ত মাঠে নামা হয়নি সিআরসেভেনের।
সৌদি ক্লাব ফুটবলের নিয়ম অনুযায়ী একটি ক্লাবে ৭ জন বিদেশি ফুটবলার খেলতে পারবেন। রোনালদো আসার পর আল নাসেরের সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় আটে। কোটা পূরণ হয়ে যাওয়ায় এই পর্তুগিজ তারকার রেজিস্ট্রেশন এতদিন আটকে ছিল।
যদিও অবশেষে সমস্যার সমাধান হয়েছে। তবে রোনালদোকে নিবন্ধন করাতে গিয়ে কপাল পুড়েছে ক্যামেরুনের নাম্বার টেন ভিনসেন্ট আবু বকরের। কাতার বিশ্বকাপে নেইমারদের কাঁদিয়ে দেওয়া এই স্ট্রাইকারকে বিদায় বলেছে আল নাসর।
আল নাসের ক্লাবের একটি সূত্র জানায়, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিনসেন্ট আবুবকরের চুক্তি বাতিল করেছে আল নাসর এবং তিনি তার আর্থিক অধিকার পরিপূর্ণভাবে ভোগ করবেন।’
মজার ব্যাপার হচ্ছে, আবুবকরকে পেতে আগ্রহী রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যেই ক্লাবের সঙ্গে বিশ্বকাপের মাঝেই সম্পর্ক ছিন্ন হয় রোনালদোর। যদিও রেড ডেভিলদের সেই আশা পূরণ হবে কিনা তাই সময়ই বলে দিবে।