ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। আগুন নিয়ন্ত্রণে এখনো চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা।
রবিবার (০৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনা ঘটে।
পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, ঘণ্টাখানেকের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থলে থাকা পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানায়, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। অধিবাসীরা প্রাণ নিয়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভীসসহ রোহিঙ্গা ও স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।