র্যাব কিছু উল্টাপাল্টা কাজ করার কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেছেন, র্যাবের ওপর যে নিষেধাজ্ঞা এসেছে র্যাবও তো কিছু উল্টাপাল্টা কাজ করেছে। এটাই সত্য। এটা অস্বীকার করার উপায় নেই।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তবে এখন র্যাব অনেক সচেতন। প্রথম দিকে র্যাব খামখা অনেক লোকজনকে কি… করে ফেলছে। তারা পরিবর্তন হয়েছে। তারা অনেক ইমপ্রুভ করেছে।
আবদুল মোমেন বলেন, র্যাবের অ্যাকাউন্টাবেলিটি আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনায় দেখেন অনেকের ফাঁসিও হয়েছে। প্রায় ২৭০ জন র্যাবের অফিসারের ডিমোশন হয়েছে।
ডোনাল্ট লু’র বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, তিনি এসেছেন আমাদের সম্পর্কটা আরও ইমপ্রুভ করার জন্য। দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করার জন্য। আমরা বলেছি আমাদের কিছু কিছু জিনিসের উইকনেস আছে-প্রতিউত্তরে তিনিও তাদের কিছু উইকনেসের কথা স্বীকার করেছেন। সুতরাং আমরা একই লেভেলে আছি।
তিনি বলেন, এছাড়া আমাদের মধ্যে খুব সুন্দর আলোচনা হয়েছে। তারা আমাদের সঙ্গে সম্পর্কে খুব খুশি এবং আমরাও।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বাইডেনও চাচ্ছেন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক যাতে আরও উন্নত হয়।