শ্রীলঙ্কার বিপক্ষেই বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের। লঙ্কানদের সঙ্গে কিছুতেই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরুতে করতে চায় না লিটন -হৃদয়রা। তাই ধৈর্যশীল ব্যাট করতে থাকে ওপেনিং জুটি হারানো টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ধরাশাই হলে ম্যাচের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ৪১ রানের দারুণ জুটি গড়েন দুই ব্যাটার।
শেষ অংশে সহজ সমীকরণ কঠিন করেই জিতেছে টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।
আজকের দিনটা ছিলো বাংলাদেশের বোলারদের। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বোলিংয়ে দীর্ঘ সময় মাঠে থিতু হয়ে থাকতে পারেনি কেউই। স্পিনার রিশাদ ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজ নির্ধারিত ৪ ওভার শেষে ৩ উইকেট তুলে নেন ২২ রান খরচায়।