জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিবিরের ইন্ধনের অভিযোগ তুলেছেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। এ অবস্থায় সভাটি স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভা শুরু হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সভার আয়োজন করা হয়। তবে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা পদের দাবিতে স্লোগান দিতে দিতে সভাস্থল ত্যাগ করেন। তারা কমিটিতে ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
এরপর তারা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে গিয়ে জড়ো হন এবং কিছুক্ষণ পরে আবার সভাস্থলে ফিরে আসেন। এ সময় সভাস্থলে থাকা পদধারী নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। উভয়পক্ষের স্লোগানে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে মিলনায়তনের লাইট বন্ধ করে জানালার কাচ ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম এসে বিদ্যুৎ সংযোগ সচল করেন এবং পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা কাম্য নয়। সবাই যেন সহাবস্থানের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম চালায়, তা নিশ্চিত করা প্রয়োজন।”
ছাত্রদলের পদবঞ্চিতরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের দুঃশাসনের সময় তারা ঝুঁকি নিয়ে দলীয় কার্যক্রম চালিয়েছেন। কিন্তু নবগঠিত কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তাদের মতে, ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্ট অনেককেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
পদবঞ্চিত নেতা ইকবাল হোসেন বলেন, “এই কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। যাদের ত্যাগ ছিল, তাদের কোনো মূল্যায়ন হয়নি। বরং বিতর্কিত লোকজন এবং নতুন করে রাজনীতিতে আসা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে।”
ছাত্রদল আহ্বায়ক জহির উদ্দিন বাবর দাবি করেন, “আমরা ধারণা করছি, শিবিরের ইন্ধনে এ সভা বানচালের চেষ্টা হয়েছে। পদবঞ্চিতদের মধ্যে না পাওয়ার ক্ষোভ থাকতে পারে, তবে তৃতীয় কোনো শক্তি এ ঘটনায় ইন্ধন দিয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কেউ যদি ছাত্রলীগ বা শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পান, তাহলে তাদের অব্যাহতি দেওয়া হবে।”
রাত ৯টার দিকে ছাত্রদলের ভাঙচুর ও ক্যাম্পাসে অছাত্রদের মাধ্যমে সহিংসতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা। তাদের দাবি, ছাত্রদল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।