হলের সিঁড়িতে বসেই গাঁজা সেবন করছিলেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই শিক্ষার্থী। এ সময়ই তাদেরকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের সিঁড়িতে গাজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
গাঁজাসহ আটক দুই শিক্ষার্থী হলেন–বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আব্দুল্লাহ আল জুবায়ের (১৭ ব্যাচ) এবং মর্তুজা আল মিমুন (১৮তম ব্যাচ)।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক হারুন-উর-রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই দুই শিক্ষার্থী এর আগেও মাদকসহ ধরা পড়েছে। হল থেকে তাদের বহিষ্কারের বিষয়ে প্রভোস্ট তার সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, আমরা শৃঙ্খলা কমিটি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবো। তবে এবার এদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।