30 C
Dhaka
Saturday, September 21, 2024

রাজধানীতে ৫ দফা দাবি নিয়ে শ্রমিকদের সড়ক অবরোধ,বন্ধ যান চলাচল

ডেস্ক রিপোর্ট:

পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মালিবাগ থেকে কমলাপুর এবং পল্টন থেকে আরামবাগ মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ রয়েছে৷ কারখানার মালিকের কাছে বেঁধে দেওয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার(১ নভেম্বর) সকাল আটটা থেকে হাজারো শ্রমিক বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন।কারখানাটির নাম ওলিও অ্যাপারেন্স লিমিটেড।

পোশাক কারখানাটির শ্রমিকদের দাবি, তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানাটিকে রাজধানীর উত্তরখানে স্থানান্তর করা হচ্ছে।

এ কারখানার একজন অপারেটর শিউলি জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে কাজে এসে দেখা যায় কারখানায় তালা ঝুলছে। পরে তাঁরা জানতে পারেন, এই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

কারখানা বন্ধের ব্যাপারে তাঁদের আগে থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।

শ্রমিকরা জানান, এই পোশাক কারখানায় প্রায় ২ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন।কারখানাটির মালিক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ায় তাঁরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছেন। কারখানা উত্তরখানে স্থানান্তর করা হবে বলে তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে আগে থেকে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

কারখানার মালিক আব্দুস সালাম মুর্শেদি এসে শ্রমিকদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত শ্রমিকেরা। 

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে আছে– নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতিবছরের জন্য একটি করে বেসিক প্রদান করতে হবে; বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে; দুটি ঈদ বোনাস দিতে হবে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...