সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোর সংগঠন জিসিসির পক্ষ থেকে নেটফ্লিক্সের বিরুদ্ধে সমকামিতা প্রচার করে ইসলামিক মূল্যবোধ ভাঙার অভিযোগ আনা হয়েছে।
ইসলামিক মূল্যবোধ ও নীতিমালা লঙ্ঘন করে বলে মনে হয়, এমন কনটেন্ট নেটফ্লিক্সের স্ট্রিমিং সাইট থেকে সরিয়ে ফেলার দাবি করেছে সৌদিআরব সহ উপসাগরীয় মুসলিম দেশগুলো।
সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক শিশুদের জন্য তৈরি কনটেন্টসহ আরও কিছু কনটেন্ট এখানকার নিয়ম লঙ্ঘন করেছে। যদিও সেই বিবৃতিতে কোনো ধরনের নিয়ম ভঙ্গ করছে তার বিস্তারিত বলা হয়নি।
তবে, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে নেটফ্লিক্সে প্রচারিত অ্যানিমেটেড শো জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রিটেসিয়াসের সমালোচনা করা হয়। এই কার্টুনটিতে মূলত দুই কিশোরী মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়।
ওই কার্টুনের একটি দৃশ্যে দুই কিশোরী মেয়ের একে অপরকে ভালোবাসা প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনায় মুখর সৌদি আরব।
আল আখবারিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে নেটফ্লিক্সে প্রচারিত ফরাসি চলচ্চিত্র কিউটিসকেও শিশুদের লালনপালনের জন্য হুমকিস্বরূপ অনৈতিক বার্তা দেখানোর অভিযোগ করা হয়েছে।
এদিকে, শিশুদের জন্য তৈরি কিছু নির্দিষ্ট কনটেন্ট সরাতে ও আইন মেনে চলার জন্য নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জিসিসির কমিটির এক যৌথ বিবৃতিতে জানিয়েছে সৌদি জেনারেল কমিশন ফর অডিওভিজ্যুয়াল মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া।
নেটফ্লিক্সকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আইন লঙ্ঘনকারী কনটেন্টগুলোর সম্প্রচার চালিয়ে গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সৌদি আরবে সমকামিতা ও বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। যে কোনো সম্মতিসূচক সমকামী যৌন আচরণের জন্য অভিযুক্তের বেত্রাঘাত, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।