সরকার গত সাড়ে ১৪ বছরে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যার সুফল পাচ্ছে জনগণ।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিটে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানের সময় দেওয়া বক্তব্যে এ বলেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে দিয়ে শুরু হলো পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল। মাওয়া প্রান্ত থেকে এর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে ভাঙ্গার উদ্দেশে যাত্রা করেছেন। তাঁর সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। যার সুফল পাচ্ছে জনগণ।’
শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে রেলের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ৩-৪ বছরের মধ্যে সারা দেশে রেলওয়ের যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আগামীতে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে বাংলাদেশ।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে এটাই আমাদের লক্ষ্য।
প্রধানমন্ত্রী এ সময় বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল নেটওয়ার্ক বিস্তরের পরিকল্পনার কথাও জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, একমাত্র আওআমী লীগ সরকার আছে বলেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু অন্যরা যারা প্রতিদিন সরকারকে হটিয়ে দেয়, তারা এদেশে সুষ্ঠু নির্বাচন চায় না।
বাঙালির ভাগ্য নিয়ে যেন কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করে সরকার প্রধান বলেন, বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ।