বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নামফলক ভাঙায় ঠিকাদারের লোকজনকে পিটুনি

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

জামালপুর ৪ আসনের সংসদ সদস্য ডা.মুরাদ হাসানের নামফলক ভেঙে ফেলায় ঠিকাদারের চার কর্মচারীকে মারধর করেছেন তাঁর অনুসারীরা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তরকৃত নামফলকটি ভেঙে ফেলার পরই প্রশ্ন তোলেন ডা. মুরাদ হাসানের অনুসারীরা। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মসজিদ উদ্বোধনের সময় সংঘর্ষে আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর পৌর এলাকার সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সামনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান।

মসজিদ নির্মাণের ঠিকাদার মির্জা কবীরের নির্দেশে তাঁর লোকজন মুরাদ হাসানের নামফলকটি ভেঙে ফেলেন। এ জন্য আজ বেলা সাড়ে ১১টার দিকে মসজিদটি উদ্বোধনের সময় সেখানে হট্টগোল করেন মুরাদ হাসানের অনুসারীরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঠিকাদারের লোকজন মসজিদের বাইরে সংসদ সদস্য মুরাদ হাসানের অনুসারীদের ওপর ক্ষিপ্ত হন। তখন মুরাদ হাসানের অনুসারীরা ঠিকাদারের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারের কাজ দেখাশোনাকারী মাসুদুর রহমান জনি (৩২), মো. রকিব (৩০), ওসমান গণি (২৮) ও সৌরভ (২৫)।

ঠিকাদারের প্রতিনিধি মঞ্জুরুল মোর্শেদ তরফদার বলেন, মসজিদের সামনে সংসদ সদস্য মুরাদ হাসানের নামফলক ছিল। সেটি মসজিদ উদ্বোধনের আগে মন্ত্রণালয়ের নির্দেশে ভেঙে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করা হয়। এ জন্য তাঁর অনুসারীরা আমাদের চার কর্মচারীকে পিটিয়ে আহত করেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অনুষ্ঠানের সময় কিছু ছেলে হট্টগোল শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসান বলেন, আমি মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আমার নামফলক ঠিকাদারের লোকজন মসজিদের সামনে থেকে ভেঙে ফেলে। তাই আমার অনুসারীরা ঠিকাদারের কাছে এ নিয়ে প্রশ্ন করে। কিন্তু কাউকে মারধর করা হয়নি।

- Advertisement -
শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা?

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে খেলায় তার অনিয়মিত অংশগ্রহণ এবং ব্যক্তিগত কারণেই প্রায় ১৭ বছর...

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : গ্রেপ্তার  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে থাকা প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন...

কলকাতায় বিমানবন্দরে আগুন!

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে...

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চালানোর ক্ষমতা থাকবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা আওয়ামি লীগের বিরুদ্ধে তাদের গণহত্যা...

সম্পর্কিত নিউজ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা?

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে...

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : গ্রেপ্তার  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে থাকা প্রায় ২৮ কোটি টাকার অবৈধ...

কলকাতায় বিমানবন্দরে আগুন!

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি...