নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্বল্প আয়ের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে এবং অর্থনীতির জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা।
মঙ্গলবার ঢাকার এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘উন্নয়ন সংলাপে’ মন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমাজে দুর্নীতি দৃশ্যমান। সরকারি প্রকল্পে দুর্নীতি কমাতে অনেক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যে কোনও প্রকল্প অনুমোদিত হলেই বাস্তবায়নের দায়িত্ব চলে যায় নির্বাহী বিভাগের কাছে। তাই আমি চাইলেও অনেক কিছু করতে পারি না।’
তবে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে দুর্নীতি কিছুটা কমেছে বলেও জানান মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ‘ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে না গেলে খুশি হব।’