22 C
Dhaka
Wednesday, November 20, 2024

সিলেটে হু হু করেই বাড়ছে বন্যার পানি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

- Advertisement -

সিলেটে ক্রমেই বাড়ছে বন্যা পরিস্থিতি। রান্না-বান্নার ব্যবস্থা বন্ধ। অনেকের ঘরে নেই শুকন খাবার। অভাব দেখা দিয়েছে সুপেয়ে পানির। আশপাশে কোথাও বুক, আবার কোথাও গলাসমান পানি। যোগাযোগ বন্ধ হয়ে গেছে আশপাশের অনেক এলাকার সঙ্গে। এখন কমবেশি এমন চিত্র সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোর। মাত্রাতিরিক্ত পানি ঘরে ঢুকে পড়ায় কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের অনেক মানুষ পুরোপুরি ঘরবন্দী হয়ে পড়েছেন।

এমন অবস্থায় বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনী নামানো হচ্ছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলেও যেসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি থাকলেও রাতের মধ্যে তা বেড়ে গলাসমান হয়ে গেছে। শুক্রবার সকালে অনেক মানুষকে ঘরের চালায় আশ্রয় নিতে হয়েছে। বৃষ্টি হওয়ায় সেখানেও তারা থাকতে পারছেন না। নৌকা না থাকায় আশ্রয়কেন্দ্রেও যেতে পারছেন না।

সিলেট-সুনামগঞ্জ সড়ক উপচে পানি তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। ফলে এ সড়কে ঝুঁকি নিয়ে সীমিত পরিসরে যান চলাচল করছে। অন্যদিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্রে জানা গেছে, সর্বশেষ সকাল ৬টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর দুটি ও কুশিয়ারা নদীর একটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সারি নদের একটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও ক্রমশ বাড়ছে বলে পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন।

বানভাসি মানুষেরা জানিয়েছেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় অনেকে বাড়িঘরে আটকা পড়েছেন। তারা এ অবস্থা থেকে উদ্ধার চান। এছাড়া অনেক বন্যার্ত খাবার ও পানির সংকটে সবচেয়ে বেশি পড়েছেন। ঘরে হাঁটু থেকে গলাসমান পানি ওঠায় অনেকে আশ্রয়হীন হয়ে পড়েছেন। অনেকে ত্রাণও পাচ্ছেন না। এতে তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। পানি যত বাড়ছে, সংকটও তত বাড়ছে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বন্যাকবলিত মানুষেরা জানিয়েছেন, সিলেট নগরের অন্তত ২০টি এলাকার পাশাপাশি জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সদর, জৈন্তাপুর, কানাইঘাট ও দক্ষিণ সুরমা উপজেলার ছয় শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব এলাকায় বেড়েছে জোঁক, সাপ ও পোকামাকড়ের উপদ্রব। চলাচলের জন্য মিলছে না নৌকা। ফলে জরুরি প্রয়োজনে কেউ ঘরের বাইরে বেরোতে পারছেন না।

একাধিক জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়ক উপচে পানি তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। ফলে এ সড়কে ঝুঁকি নিয়ে সীমিত পরিসরে যান চলাচল করছে। অন্যদিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাট উপজেলাও জেলা শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। যাদের বাড়িঘরে পানি উঠেছে, তাদের আশ্রয়কেন্দ্রে নতুবা নিরাপদ স্থানে চলে আসতে বলা হচ্ছে। খাদ্যসংকট দূর করতে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করবে।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করতে দেয়া না দেয়া নিয়ে ড. ফয়জুল হকের ওপেন চ্যালেঞ্জ!
12:08
Video thumbnail
আওয়ামীলীগকে রাজনীতি ও নির্বাচন করতে দেয়া উচিত নাকি নিষিদ্ধ ?
01:20:41
Video thumbnail
আন্তর্জাতিক অ'প'রা'ধ ট্রাইবুনাল: অন্যের জন্য জন্য গ'র্ত করলে নিজেই তাতে পড়তে হয়
03:04
Video thumbnail
শেখ হাসিনার হু'ম'কিতে যে পাল্টা হুং'কা'র দিলেন হাসনাত আব্দুল্লাহ!
09:23
Video thumbnail
হাসানাত-সারজিসরা সরকারের তল্পীবাহক! হাসানাত আব্দুল্লাহ জানালেন আসল রহ'স্য!
12:09
Video thumbnail
ছাত্রদল যেসব বৈ*ষ*ম্যের কারণে নূন্যতম সহানুভূতিটুকুও পাচ্ছে না: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
16:59
Video thumbnail
এক বড় দরবেশ জে'লের ভেতরে বাইরেও সন্ধান পাওয়া যাচ্ছে দরবেশদের: মামুন মাহবুব
12:09
Video thumbnail
১০ কোটি টাকা নিয়ে পুলিশের এসপি হাসনাতের সাথে যে কারণে দেখা করেছে, ফাঁ'স করলেন পুলিশের গো'প'ন ত'থ্য!
14:04
Video thumbnail
বিতর্কিত প্রথম আলোর অনুষ্ঠানে রাশেদ—নুর যাওয়ার যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
17:32
Video thumbnail
আ.লীগের সাথে সমঝোতা করছে রাজনৈতিক দলগুলো? বি'স্ফো'রক মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ
09:46

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe