চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর ফায়ার ফাইটিং ইউনিটের একটি দল।
আজ শনিবার রাত ৯টায় সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।
সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি তুলার গুদামে এই আগুনের সূত্রপাত হলেও রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি আগুন নেভানো যায়নি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।