গত ৯ ডিসেম্বর ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী তাওয়াং সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার কয়েকদিন পর পরিস্থিতি ‘স্থিতিশীল’ ছিল বলে জানায় চীন। যদিও সামরিম সংঘর্ষে দুই দেশেরই কিছু সৈন্য আহত হয়েছিল বলে জানায় দুই দেশের বার্তাসংস্থা।
সংঘর্ষ শেষে বেশ কদিন নীরব থাকার পর অবশেষে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছে দুই দেশ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক মিডিয়া ব্রিফিং এ বলেন, ‘দুই দেশই কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে সীমান্ত সম্পর্কিত ইস্যুতে মসৃণ যোগাযোগ বজায় রেখেছে’। তবে ব্রিফিং এ অরণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় সংঘটিত সংঘর্ষের ব্যাপারে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যতদূর জানি চীন ও ভারতের মধ্যে বর্তমান সীমান্ত পরিস্থিতি সাধারণত স্থিতিশীল। আপনার প্রশ্নগুলোর উত্তরের জন্য আমি আপনাকে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি’।
অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সাথে পিএলএকে আমাদের ভূখণ্ড দখল করতে বাধা দেয় এবং তাদের পোস্ট প্রত্যাহার করতে বাধ্য করে। সংঘর্ষে উভয় পক্ষের কিছু সৈন্য আহত হয়’।
তিনি আরো বলেন, ‘৯ ডিসেম্বরে অরুণাচল প্রদেশের ইয়াংটসে এলাকায় একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার জন্য চীনের পিপলস লিবারেশন আর্মি যে প্রচেষ্টা চালিয়েছিল তা ভারতীয় সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে’।
তবে সংঘর্ষে কোনো সৈন্য গুরুতর আহত হননি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওয়াং বলেন, ‘বেইজিং আশা করছে যে ভারতীয় পক্ষ আমাদের সাথে একই দিকে কাজ করবে এবং উভয় পক্ষের নেতাদের মাধ্যমে পৌঁছে দেওয়া বোঝাপড়াগুলোকে ভালোভাবে পৌঁছে দিবে’।