বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশসীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিক আটক করল বিজিবি

সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিক আটক করল বিজিবি

সীমান্ত এলাকা থেকে ধাওয়া করে ভারতীয় নাগরিক নুর হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মুজিবনগর বিওপির কাছে ১০৪ নম্বর পিলারের এলাকায় অবস্থান নেয়। এ সময়, ভারতীয় নাগরিক নুর হোসেন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

তল্লাশি করে নুর হোসেনের কাছ থেকে তিনটি প্যাকেটে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ কেজি ১৮ গ্রাম।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ