বারবার সংঘর্ষে অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে সুদান। এরইমধ্যে এবার সুদানে হামলার মুখে পড়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন। সুদানের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের খার্তুমের বাসায় গুলি করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুদানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, গুলির আঘাতে দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা সুদানের রাজধানী খার্তুম ত্যাগ করে ২৪০ কিলোমিটার দূরের মাদানী শহরে অবস্থান করছেন।
গত শনিবার (২২ এপ্রিল) মেশিনগান দিয়ে দূতাবাসে হামলা করা হলে জানালা ও দেয়ালে বড় গর্ত তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসাটি বিমানবন্দর ও সামরিক বাহিনীর এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে সংঘর্ষের রেশ অনেক বেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সুদানের রাজধানী খার্তুমে নিরাপত্তা পরিস্থিতি নাজুক বিবেচনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা বর্তমানে মাদানী শহরে অবস্থান করছেন। সেখান থেকে তারা সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।