সারাদেশে তাপপ্রবাহের ফলে অস্বস্তিতে আছে দেশের মানুষ। তাপমাত্রার ভোগান্তি রাজধানীতেও। রেকর্ড তাপমাত্রায় বিপাকে সাধারণ মানুষ। তাদের মধ্যে বেশি বিপাকে দিনমজুর ও রিকশাচালকরা। তপ্ত রোদ ও গাড়ির ধোঁয়ার উত্তপ্ত পরিবেশে উচ্চঝুঁকিতে জীবিকা নির্বাহ করছেন তারা।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে চলন্ত রিকশা থেকে ঢলে পড়েন এক রিকশাচালক। তাপপ্রবাহের কারণে তাঁর এই অবস্থা।
ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসেন পাশেই দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের সেবাযত্নে সুস্থ হয়ে ওঠেন রিকশাচালক।
প্রত্যক্ষদর্শী ভাষ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে দিয়ে যাত্রী ও মালপত্র নিয়ে ডেমরার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ রিকশা থেকে ঢলে রাস্তায় পড়ে তিনি ছটফট করছিলেন। কাছের ট্রাফিক পুলিশ সদস্যরা দৌড়ে আসেন এবং তাঁকে পুলিশ বক্সে নেওয়া হয়। সেখানে মাথায় পানি দেওয়া হয়। পরে পানি, শরবত ও খাবার স্যালাইন দেওয়ার পর স্বাভাবিক হন রিকশাচালক। প্রায় এক ঘণ্টা ট্রাফিক পুলিশ সদস্যদের সেবায় সুস্থ হয়ে ওঠেন তিনি।
যাত্রাবাড়ী মোড়ে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক (টিআই) পবিত্র বিশ্বাস বলেন, মৃগী রোগী ভেবে পথচারীরা কেউ এগিয়ে আসেননি। এমনকি ওই রিকশার যাত্রীও তাঁকে ফেলে রেখে অন্য রিকশায় চলে যান। দ্রুত তাঁকে পুলিশ বক্সে নিয়ে মাথায় পানি দিই। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিয়ে পানি ও স্যালাইন খাওয়ানো হয়। ডাবের পানির ব্যবস্থাও করা হয়। পরে তিনি সুস্থ হয়ে চলে যান।
তিনি বলেন, যাওয়ার আগে পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাৎক্ষণিক সেবা না পেলে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হতে পারত।