ঢাবি প্রতিনিধি: হাঁটতে অক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবু বকর নামে এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া, দ্রুততম সময়ের মধ্যে তার চিকিৎসা নিশ্চিতে শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানায় সংগঠনটি।
জানা গেছে, আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। জন্ম থেকেই তিনি হাঁটতে অক্ষম। তবে ডাক্তাররা জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তার হাঁটার সম্ভাবনা রয়েছে। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭-৮ লক্ষ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এ প্রেক্ষিতে তার চিকিৎসা নিশ্চিতে পাশে দাড়াতে ছাত্র শিবির ঢাবি শাখা উদ্যোগ নিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ছাত্রকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের উন্নয়ন ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ মহান উদ্দেশ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।