সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

হামাসের সমর্থনে ইসরায়েলে সিরিয়া ও হিজবুল্লাহ সদস্যদের হামলা

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েলের ভেতরকার চলমান সংঘাত পরিস্থিতির মধ্যেই এবার সিরিয়া থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়েছে। হামাসের সাথে চলমান ‍যুদ্ধের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া গোলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে সিরিয়া থেকে ছোড়া গোলা আঘাত হানার কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

হামলার বিষয়ে সিরিয়ার একটি সূত্র বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি শাখা ইসরায়েলে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করেছে।

হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলি ভূখণ্ডে এই ধরনের হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করেছে।

মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টার সময় ইসরায়েলি সৈন্যদের সাথে হিজবুল্লাহর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এ সময় হিজবুল্লাহর তিন সদস্য ও ইসরায়েলি সামরিক বাহিনী এক ডেপুটি কমান্ডার নিহত হন।

এছাড়া হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাতে আরও দুই বেসামরিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে লেবানন।

- Advertisement -

এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের সৈন্যরা সিরিয়ায় উৎক্ষেপণ উৎস লক্ষ্য করে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। তবে এই হামলা-পাল্টা হামলায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

লেবাননের এই গোষ্ঠী দাবি করেছে, বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর তিন সদস্যের প্রাণহানি ঘটে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা বুধবার ট্যাঙ্ক-বিরোধী গোলার লক্ষ্যবস্তু হয়েছে। এর জবাবে লেবাননে আক্রমণ শুরু করা হয়েছে।

সীমান্তের একটি ইসরায়েলি সামরিক চৌকিতে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

হামাস ইসরায়েলে অতর্কিত হামলা পর থেকেই হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলে প্রায় প্রত্যেকদিনেই রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিসরের সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হিজবুল্লাহর কামান ও রকেট নিক্ষেপে এই শঙ্কা আরো জোরাল হয়েছে।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের...

ঢাকার আশপাশেই ঘুরছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই?

গেল ৫ আগস্ট সাবেক আওয়ামী সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।  সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল...

‘নৌকামুক্ত’ হলো কারা অধিদপ্তরের লোগো

গণঅভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা...

পুলিশের কাছ থেকে উপজেলা আ.লীগ সভাপতিকে ছিনতাই

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন তার দলের নেতাকর্মীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগের মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণের সময় সাফায়েত নামে...

ঢাকার আশপাশেই ঘুরছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই?

গেল ৫ আগস্ট সাবেক আওয়ামী সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত...

‘নৌকামুক্ত’ হলো কারা অধিদপ্তরের লোগো

গণঅভ্যুত্থানে সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে...