28 C
Dhaka
Sunday, September 8, 2024

৬৬ বছরের মধ্যে জুলাইয়ে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা!

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার সিলেটে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এ জেলায় গত ৬৬ বছরের মধ্যে জুলাই মাসের উষ্ণতম দিন।

৬৪ বছরের মধ্যে জুন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর জেলাজুড়ে ব্যাপক বন্যার পর সিলেটে এখন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এ ধরনের উচ্চ তাপমাত্রা জেলায় সর্বশেষ ১৯৫৬ সালের জুলাই মাসে রেকর্ড করা হয়েছিল। বুধবার তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ও মঙ্গলবার ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।’

বৃহস্পতিবার সিলেট নগরীর সড়কগুলো ছিল জনশূন্য। মুষ্টিমেয় লোকজন যারা বিকালে বের হয়েছেন তাদের হাতে ছাতা ও পানির বোতল দেখা গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আরও এক বা দুদিন অব্যাহত থাকতে পারে এবং ৭২ ঘণ্টা পর বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির বলেন, ‘কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা গরম কমাতে যথেষ্ট হবে না। ১৭ বা ১৮ জুলাইয়ের পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...