30 C
Dhaka
Saturday, July 27, 2024

অবশেষে প্রেসিডেন্ট পদ ছেড়েছেন গোতাবায়া রাজাপাকসে

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক অস্থিরতা মাঝে দেশ ছাড়ার পর অবশেষে সিঙ্গাপুর গিয়ে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

বৃহস্পতিবার(১৪ জুলাই) মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর স্পিকারের কাছে তিনি তার পদত্যাগপত্রটি পাঠান। তার পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন স্পিকার। তার পদত্যাগের খবর আসার পর শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

গত শনিবার থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলংকার রাজধানী কলম্বো।

এ পরিপ্রেক্ষিতে সোমবার তিনি শ্রীলংকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।

এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে মালদ্বীপে চলে যেতে সমর্থ হন গোতাবায়া।

মালদ্বীপের সাধারণ জনতা রাজাপাকসের আগামনে প্রতিবাদ জানাতে থাকে। এরপর নতুন ঠিকানা খুঁজতে থাকেন সাবেক লংকান প্রেসিডেন্ট।

মালদ্বীপের সরকারের প্রতি তিনি অনুরোধ জানান, তাকে সিঙ্গাপুর পালিয়ে যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

গ্রেফতার এড়াতে গোতাবায়া সময়ক্ষেপণ করেছেন বলেই বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে৷ অবশেষে সিঙ্গাপুর গিয়ে তিনি পদত্যাগ করেছেন।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...