মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইশরাকের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের জন্য দিন ধার্য করেন। এর আগেও ২০ মে রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করা হয়েছিল।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

১৪ মে হাইকোর্টে দায়ের করা রিটে আবেদনকারীরা দাবি করেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত অবৈধ এবং এতে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার চরম লঙ্ঘন হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকবর আলী।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকায় দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপির ইশরাক হোসেন ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কিন্তু দীর্ঘ চার বছর পর গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় অবৈধ ঘোষণা করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজধানীতে শুরু হয় উত্তেজনা। ইশরাকের সমর্থকরা গত কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর ফলে ঐসব এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, ‘যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র-জনতা, রিকশাচালক, শ্রমিকেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই...

চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। কর্মস্থলে যোগদান করার পরও অনেক পুলিশ সদস্য ছুটি না নিয়ে উধাও...

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে রাজি নন জাহিদ হাসান

ঢালিউড সিনেমার জগতে নিজেকে নতুন করে মেলে ধরেছেন শাকিব খান। ২৬ বছর ধরে অভিনয় করে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে জানান দিয়েছেন নিজের...

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে উত্তেজনা। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক...

সম্পর্কিত নিউজ

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, ‘যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র-জনতা, রিকশাচালক,...

চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। কর্মস্থলে...

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে রাজি নন জাহিদ হাসান

ঢালিউড সিনেমার জগতে নিজেকে নতুন করে মেলে ধরেছেন শাকিব খান। ২৬ বছর ধরে অভিনয়...