বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ইশরাকের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের জন্য দিন ধার্য করেন। এর আগেও ২০ মে রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করা হয়েছিল।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

১৪ মে হাইকোর্টে দায়ের করা রিটে আবেদনকারীরা দাবি করেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত অবৈধ এবং এতে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার চরম লঙ্ঘন হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকবর আলী।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকায় দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপির ইশরাক হোসেন ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কিন্তু দীর্ঘ চার বছর পর গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় অবৈধ ঘোষণা করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজধানীতে শুরু হয় উত্তেজনা। ইশরাকের সমর্থকরা গত কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর ফলে ঐসব এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী...

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বেনাপোল বন্দরে, ক্ষতির মুখে কোটি কোটি টাকার পণ্য—উদ্ধারে প্রশাসন

টানা বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে...

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি

২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)পাঠানোর বিষয়টি...

শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে...

সম্পর্কিত নিউজ

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী...

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা বেনাপোল বন্দরে, ক্ষতির মুখে কোটি কোটি টাকার পণ্য—উদ্ধারে প্রশাসন

টানা বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা...

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি

২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার...