বুধবার, ২ জুলাই, ২০২৫

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিলেন সাকিব, চিকিৎসার অভাবে ৮ মাস পর হারিয়েছে চোখ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আগস্টের ৪ তারিখ, আন্দোলনে উত্তাল পুরো দেশ। চারদিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পেটুয়াবাহিনী অনবরত চালিয়ে যাচ্ছিলো আক্রমণ, হামলা, গুলি। সেই উত্তাল সময়ে ফেনীর মহিপাল এলাকা দখলে রেখেছিলো বিপ্লবী ছাত্র-জনতা। সেই বিপ্লবে অংশ নিয়েছিলো ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধুপুরের তরুণ সায়েদুল ইসলাম সাকিব।

এদিন সকাল থেকেই ফেনীতে হুমকি ধামকি দিয়ে যাচ্ছিলো আওয়ামী বাহিনী। তবুও রাজপথ ছাড়েনি সাকিবের মতো বিপ্লবীরা। বিকেল গড়াতেই মুহুর্মুহু গুলি ছুড়ে সন্ত্রাসী বাহিনী। যেই গোলাগুলিতে ১১ টি তাজা প্রাণ মুহূর্তেই ঝরে যায়, আর আহত হয় সাকিবের মতো শত শত তরুণ। সাকিবের বাম চোখে গুলি লাগায় মারাত্মক জখম হয়।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমিকভাবে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবুও কোনো চিকিৎসা এগোচ্ছিলো না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও আশার বাণী শোনাতে পারেননি কোনো চিকিৎসক। আর শেষে তো চিরদিনের জন্যই বাম চোখ হারিয়েছে সাকিব।

দীর্ঘ আট মাস চিকিৎসাধীন থাকার পরই এমন এক চোখের আলো নিভে গেলো। গত ২৫ এপ্রিল ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম চোখ অপসারণ করা হয়।

সন্তানের যন্ত্রণার জীবন নিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে সাকিবের বাবা নুরুল আলম বলেন, ‘৪ আগস্ট সংঘর্ষের সময় সাকিব মারাত্মকভাবে আহত হয়েছিল। প্রথমদিকে কোথাও ভালো চিকিৎসা পাচ্ছিলাম না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। অর্থাভাবের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারিনি। পরবর্তীতে সরকারি সহায়তায় তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠানো হয়। এখন তার বাম চোখ অপসারণ করতে হয়েছে। সে আর কোনোদিন বাম চোখে দেখতে পারবে না।’

সাকিবকে নিয়ে চিকিৎসকদের ভাষ্য, তার বাম চোখের জখম এতটাই মারাত্মক ছিল যে, অনেক চেষ্টা সত্ত্বেও তা রক্ষা করা সম্ভব হয়নি।

সায়েদুল ইসলাম সাকিবের মতো বহু জুলাই যোদ্ধা হয়তো এখনও আলো-আঁধারের এক জীবন কাটাচ্ছেন৷

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

“রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা”

রাজশাহী প্রতিনিধি: ছাত্রজনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।...

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন খালেদা জিয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময়সহ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

পালিয়ে যাওয়ার অপরাধে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থল থেকে ‘পালানোর’ অভিযোগে এক উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের আরো তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন— চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি...

নির্বাচনের সময় নিয়ে নতুন তথ্য দিলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ এবং...

সম্পর্কিত নিউজ

“রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা”

রাজশাহী প্রতিনিধি: ছাত্রজনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য...

শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন খালেদা জিয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময়সহ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার...

পালিয়ে যাওয়ার অপরাধে পুলিশের ৩ উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থল থেকে ‘পালানোর’ অভিযোগে এক উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের আরো তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা...