রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে (ডিএসসিসি) ভোট কারচুপির অভিযোগ তুলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

আদেশে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ওই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

এর আগে গত বছরের ১ অক্টোবর ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। ওইদিন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার ভোরে নগরীর চকবাজার চন্দনপুরা...

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায়  আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা  নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির রোববারের...

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। দুইদিন আগে তারা মিশর এবং কাতারের পক্ষ থেকে পাওয়া একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে।...

আ. লীগের নেতারা পুকুর চুরি করে নাই, সাগর চুরি করেছে: বিএনপি নেতা খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়নাই তারা বট গাছ হয়ে গিয়েছিলো। তারা পুকুর চুরি করে নাই, সাগর...

সম্পর্কিত নিউজ

চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে।...

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায়  আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে...

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। দুইদিন আগে তারা মিশর...