মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে (ডিএসসিসি) ভোট কারচুপির অভিযোগ তুলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

আদেশে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ওই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

এর আগে গত বছরের ১ অক্টোবর ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। ওইদিন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় বান্ধবীসহ প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে...

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

সম্পর্কিত নিউজ

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি...

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...