বুধবার, ২১ মে, ২০২৫

ইশরাকের শপথ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার (২২ মে) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের জন্য দিন ধার্য করেন। এর আগেও ২০ মে রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করা হয়েছিল।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

১৪ মে হাইকোর্টে দায়ের করা রিটে আবেদনকারীরা দাবি করেন, নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত অবৈধ এবং এতে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার চরম লঙ্ঘন হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আকবর আলী।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকায় দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। বিএনপির ইশরাক হোসেন ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কিন্তু দীর্ঘ চার বছর পর গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় অবৈধ ঘোষণা করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজধানীতে শুরু হয় উত্তেজনা। ইশরাকের সমর্থকরা গত কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর ফলে ঐসব এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ববি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার  হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে। বুধবার (২১ মে) রেজিস্ট্রার (প্রশাসন) ড.মোছা. সানজিদা সুলতানা এর...

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি...

‘বিএনপিপন্থী’ তিন উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টারা...

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় থাকবে না অনিয়ম: লুৎফে সিদ্দিকী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এবার কোনো ধরনের অনিয়ম বা বৈষম্যের সুযোগ থাকবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড....

সম্পর্কিত নিউজ

ববি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার  হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো....

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)...

‘বিএনপিপন্থী’ তিন উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে...