রাজশাহীতে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময় এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুততার সাথে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময়োপযোগী ব্যবস্থা নেওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বরেন্দ্র কলেজ কেন্দ্রে। ওই কেন্দ্রে অংশ নেওয়া আলহাজ্ব সুজাউদৌলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার হিমু পরীক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘোরা, বমিভাব ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। তিনি কেন্দ্রের ২০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। তার পরীক্ষার রোল নম্বর ৪০০৭৫২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০১২৮৪৩১৪২।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমু হঠাৎ কাগজে লেখা বন্ধ করে মাথা ধরে কাঁপতে শুরু করলে পাশে বসা পরীক্ষার্থীরা এবং হল পরিদর্শক বিষয়টি বুঝতে পারেন। এরপর সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেরি না করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, “হিমুকে যখন আমাদের এখানে আনা হয়, তখন তার রক্তচাপ বেশ নিচে ছিল এবং সে হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থতা ফিরে পেলে তাকে আরও পর্যবেক্ষণের জন্য সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।”
হিমুর পরিবার জানায়, পরীক্ষার আগে থেকেই সে কিছুটা দুর্বলতায় ভুগছিল, তবে তারা ভাবেননি পরীক্ষার সময় এতটা সংকট দেখা দেবে। হিমুর মা বলেন, “মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করে, এইচএসসি পরীক্ষাটা তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। আমরা দোয়া চাই, সে যেন দ্রুত সুস্থ হয়ে পরীক্ষা শেষ করতে পারে।”
আলহাজ্ব সুজাউদৌলা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, “হিমু একজন মেধাবী শিক্ষার্থী। তার এই ধরনের শারীরিক সমস্যা দেখে আমরা সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। কেন্দ্রের শিক্ষকরা তাৎক্ষণিক যে মানবিক ও সচেতন সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসার দাবিদার।”
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরেন্দ্র কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রসচিব বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে অবহিত করেন। পরীক্ষার্থীর চিকিৎসার রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর রাজশাহী বোর্ডে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বরেন্দ্র কলেজ কেন্দ্রেই ১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
ঘটনাটি পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রস্তুতির গুরুত্ব, কেন্দ্রের জরুরি সাড়াদান ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং শিক্ষক-প্রশাসনের সমন্বয়ের উদাহরণ হিসেবে সামনে এসেছে।