সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

এক ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়, জরিমানা এবাদতের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আম্পায়ারের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালে মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়ান হৃদয়।


আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনীর ইনিংসের ৮ম ওভারে বল করছিলেন এবাদত হোসেন চৌধুরী। তার করা বল মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত করলে আউটের আবেদন জানান মোহামেডানের ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ আউট দেননি। সিদ্ধান্তটা পছন্দ হয়নি মোহামেডানের ক্রিকেটারদের। অধিনায়ক তাওহিদ হৃদয়সহ মাঠেই প্রতিবাদ করতে থাকেন দলটির ক্রিকেটাররা।

পরে তাদের শান্ত করতে এগিয়ে যান মাঠে থাকা আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সাথেও তর্কে জড়ান ক্রিকেটাররা। এরপর সৈকতের দিকে ছুটে যান হৃদয়। আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে তখন এগিয়ে আসেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং আবাহনীর ক্রিকেটার ও জাতীয় দলের টেস্ট, ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হৃদয় এবং আম্পায়ারকে সরিয়ে দিতে সক্ষম হত তারা।
 

এমন ঘটনা ঘটিয়ে এবার শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। লেভেল টু পর্যায়ের অপরাধের জন্য ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। অন্যদিকে এবাদত লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে অবশ্য ভুল স্বীকার করেছেন তাওহীদ হৃদয় বলেছেন, ‘যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না। তিনি আন্তর্জাতিক আম্পায়ার, তাকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি। ঘরোয়া ক্রিকেটে তো এর চেয়ে আরও বাজে হতো, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক সম্মান করি, শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না। জাস্টিফাই করলে আমার কাছে মনে হয়, দুই পাশ থেকেই দেখা উচিত।’

নিষিদ্ধ হওয়ার ফলে সুপার লিগের প্রথম ম্যাচে খেলা হবে না হৃদয়ের। সেই ম্যাচে নতুন অধিনায়ক নিয়ে খেলতে নামবে মোহামেডানকে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নিয়ে সকাল থেকেই রমনার বটমূল ছিল নানা আয়োজনে মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা আয়োজন, অনুষ্ঠিত হলো শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সারাদেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সকালে বর্ষবরণে উদযাপনে অনুষ্ঠিত হয়েছে 'আনন্দ শোভাযাত্রা’।   সোমবার (১৪ এপ্রিল) সকাল...

চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি...

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা...

সম্পর্কিত নিউজ

ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নিয়ে সকাল থেকেই রমনার বটমূল ছিল নানা আয়োজনে মুখরিত। ঢাকা...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা আয়োজন, অনুষ্ঠিত হলো শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সারাদেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।...

চারুকলা থেকে বের হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা...