বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এক ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়, জরিমানা এবাদতের

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আম্পায়ারের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালে মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়ান হৃদয়।


আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনীর ইনিংসের ৮ম ওভারে বল করছিলেন এবাদত হোসেন চৌধুরী। তার করা বল মোহাম্মদ মিঠুনের প্যাডে আঘাত করলে আউটের আবেদন জানান মোহামেডানের ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ আউট দেননি। সিদ্ধান্তটা পছন্দ হয়নি মোহামেডানের ক্রিকেটারদের। অধিনায়ক তাওহিদ হৃদয়সহ মাঠেই প্রতিবাদ করতে থাকেন দলটির ক্রিকেটাররা।

পরে তাদের শান্ত করতে এগিয়ে যান মাঠে থাকা আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সাথেও তর্কে জড়ান ক্রিকেটাররা। এরপর সৈকতের দিকে ছুটে যান হৃদয়। আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে তখন এগিয়ে আসেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং আবাহনীর ক্রিকেটার ও জাতীয় দলের টেস্ট, ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হৃদয় এবং আম্পায়ারকে সরিয়ে দিতে সক্ষম হত তারা।
 

এমন ঘটনা ঘটিয়ে এবার শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। লেভেল টু পর্যায়ের অপরাধের জন্য ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। অন্যদিকে এবাদত লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে অবশ্য ভুল স্বীকার করেছেন তাওহীদ হৃদয় বলেছেন, ‘যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না। তিনি আন্তর্জাতিক আম্পায়ার, তাকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি। ঘরোয়া ক্রিকেটে তো এর চেয়ে আরও বাজে হতো, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক সম্মান করি, শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না। জাস্টিফাই করলে আমার কাছে মনে হয়, দুই পাশ থেকেই দেখা উচিত।’

নিষিদ্ধ হওয়ার ফলে সুপার লিগের প্রথম ম্যাচে খেলা হবে না হৃদয়ের। সেই ম্যাচে নতুন অধিনায়ক নিয়ে খেলতে নামবে মোহামেডানকে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদলের

উপাচার্য পদত্যাগের একদফা দাবিতে এ মূহূর্তে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) ক্যাম্পাস। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির আন্দোলনে হামলা এবং সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে...

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি,...

ববিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

জুলাই আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মী টিকলি শরীফসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ববি ছাত্রদলের নেতাকর্মীরা।  মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত নয়টার...

সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার অনুরোধ ডিসির

ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগাম বন্যা পাহাড়ি ঢলের আশংঙ্কায় দ্রুত হাওরের পাকা ধান কাতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন প্রশাসক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে জেলা...

সম্পর্কিত নিউজ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদলের

উপাচার্য পদত্যাগের একদফা দাবিতে এ মূহূর্তে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) ক্যাম্পাস। ছাত্র...

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র...

ববিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

জুলাই আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মী টিকলি শরীফসহ তিনজনকে আটক...