চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে তিন বছরের এক শিশু মারা গেছে। আজ (বুধবার, ৯ জুলাই) দুপুরে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়।
বিকেল পৌনে ৪টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরের মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানেক অভিযানের পর তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিশহরের আনন্দপুর এলাকায় শিশুটির বাড়ি। সে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একটি নালার স্ল্যাব ছিল না এবং এর ওপরে পানি জমে ছিল। ফলে সেখানে নালা আছে সেটি বোঝার উপায় নেই। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে নিচে পড়ে যায় এবং পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।
গত ছয় বছরে চট্টগ্রাম মহানগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।