বুধবার, ৯ জুলাই, ২০২৫

জুলাই গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার-প্রধানের হাত ধরে এত নির্মম হত্যাকাণ্ড ঘটেনি, যা ঘটিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চালানো এ গণহত্যার বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে (আইসিসিতে) যাওয়ার দাবি তুলছেন কেউ কেউ। তবে সেই দাবি নাকচ করে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এই গণহত্যার বিচার আমাদের ট্রাইব্যুনালেই সম্ভব। আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই। তবে আইসিসি চাইলে তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সহযোগিতা নিতে পারি।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার ঘটনা বাংলাদেশে, আসামিরাও বাংলাদেশি, সাক্ষীরাও এদেশের। কাজেই বিচার প্রক্রিয়া এখানেই হোক। যেসব দেশের সক্ষমতা নেই সেসব দেশ আইসিসিতে মামলা পাঠাতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে সব ধরনের সক্ষমতা আছে। গণহত্যার মামলার বিচারের কাজ আমরা এখানেই করতে পারব।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তিন পুলিশ কর্মকর্তা হলেন: ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

প্রসিকিউসনের আবেদনে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এছাড়া চট্টগ্রামে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আগামী ১৬ এপ্রিল সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চট্টগ্রামে নালায় পড়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে তিন বছরের এক শিশু মারা গেছে। আজ (বুধবার, ৯ জুলাই) দুপুরে নগরের হালিশহর এ ব্লক এলাকায়...

নারী ভক্তকে মারধরের অভিযোগ, ডিপজল বললেন— ‘আল্লাহ বিচার করবেন’

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাজিদা আক্তার (৩৫) নামে...

অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন সালমান খান!

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি! যদিও জীবনে বহুবার...

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী-সিলোনিয়া নদীর পানি

ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (৩২ ও ৮১ সেন্টিমিটার)। যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এর ফলে...

সম্পর্কিত নিউজ

চট্টগ্রামে নালায় পড়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে তিন বছরের এক শিশু মারা গেছে।...

নারী ভক্তকে মারধরের অভিযোগ, ডিপজল বললেন— ‘আল্লাহ বিচার করবেন’

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে...

অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন সালমান খান!

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক!...