শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জুলাই গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার-প্রধানের হাত ধরে এত নির্মম হত্যাকাণ্ড ঘটেনি, যা ঘটিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চালানো এ গণহত্যার বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে (আইসিসিতে) যাওয়ার দাবি তুলছেন কেউ কেউ। তবে সেই দাবি নাকচ করে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এই গণহত্যার বিচার আমাদের ট্রাইব্যুনালেই সম্ভব। আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই। তবে আইসিসি চাইলে তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সহযোগিতা নিতে পারি।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার ঘটনা বাংলাদেশে, আসামিরাও বাংলাদেশি, সাক্ষীরাও এদেশের। কাজেই বিচার প্রক্রিয়া এখানেই হোক। যেসব দেশের সক্ষমতা নেই সেসব দেশ আইসিসিতে মামলা পাঠাতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে সব ধরনের সক্ষমতা আছে। গণহত্যার মামলার বিচারের কাজ আমরা এখানেই করতে পারব।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই তিন পুলিশ কর্মকর্তা হলেন: ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

প্রসিকিউসনের আবেদনে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এছাড়া চট্টগ্রামে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আগামী ১৬ এপ্রিল সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি চট্টগ্রামের যুবলীগ নেতা অস্ত্রধারী মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা আমেরিকা,  ব্যালন ডি'অর থেকে বিশ্বকাপ সবই পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপ...

ভৈরবে বংশ পরম্পরায় চলে আসা সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দল নেতা, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিজান মিয়া (৩৮)নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হন...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটিতে দ্বি-পাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে...

‘ধর্ষণ আর হত্যার বিচার চাই সাত দিনের মধ্যে’–ইবিতে ন্যায়ের দাবিতে মানববন্ধন

নাটোরে জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ...

সম্পর্কিত নিউজ

পারফরম্যান্স-ফিটনেস ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

ফুটবল বিশ্বে এক জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি৷ কী নেই তার ঝুলিতে– কোপা...

ভৈরবে বংশ পরম্পরায় চলে আসা সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দল নেতা, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিজান মিয়া (৩৮)নামের...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটিতে দ্বি-পাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ...