রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়েছিলেন সাকিব, চিকিৎসার অভাবে ৮ মাস পর হারিয়েছে চোখ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আগস্টের ৪ তারিখ, আন্দোলনে উত্তাল পুরো দেশ। চারদিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পেটুয়াবাহিনী অনবরত চালিয়ে যাচ্ছিলো আক্রমণ, হামলা, গুলি। সেই উত্তাল সময়ে ফেনীর মহিপাল এলাকা দখলে রেখেছিলো বিপ্লবী ছাত্র-জনতা। সেই বিপ্লবে অংশ নিয়েছিলো ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধুপুরের তরুণ সায়েদুল ইসলাম সাকিব।

এদিন সকাল থেকেই ফেনীতে হুমকি ধামকি দিয়ে যাচ্ছিলো আওয়ামী বাহিনী। তবুও রাজপথ ছাড়েনি সাকিবের মতো বিপ্লবীরা। বিকেল গড়াতেই মুহুর্মুহু গুলি ছুড়ে সন্ত্রাসী বাহিনী। যেই গোলাগুলিতে ১১ টি তাজা প্রাণ মুহূর্তেই ঝরে যায়, আর আহত হয় সাকিবের মতো শত শত তরুণ। সাকিবের বাম চোখে গুলি লাগায় মারাত্মক জখম হয়।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমিকভাবে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবুও কোনো চিকিৎসা এগোচ্ছিলো না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও আশার বাণী শোনাতে পারেননি কোনো চিকিৎসক। আর শেষে তো চিরদিনের জন্যই বাম চোখ হারিয়েছে সাকিব।

দীর্ঘ আট মাস চিকিৎসাধীন থাকার পরই এমন এক চোখের আলো নিভে গেলো। গত ২৫ এপ্রিল ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম চোখ অপসারণ করা হয়।

সন্তানের যন্ত্রণার জীবন নিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে সাকিবের বাবা নুরুল আলম বলেন, ‘৪ আগস্ট সংঘর্ষের সময় সাকিব মারাত্মকভাবে আহত হয়েছিল। প্রথমদিকে কোথাও ভালো চিকিৎসা পাচ্ছিলাম না। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। অর্থাভাবের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারিনি। পরবর্তীতে সরকারি সহায়তায় তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠানো হয়। এখন তার বাম চোখ অপসারণ করতে হয়েছে। সে আর কোনোদিন বাম চোখে দেখতে পারবে না।’

সাকিবকে নিয়ে চিকিৎসকদের ভাষ্য, তার বাম চোখের জখম এতটাই মারাত্মক ছিল যে, অনেক চেষ্টা সত্ত্বেও তা রক্ষা করা সম্ভব হয়নি।

সায়েদুল ইসলাম সাকিবের মতো বহু জুলাই যোদ্ধা হয়তো এখনও আলো-আঁধারের এক জীবন কাটাচ্ছেন৷

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০

ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজায়ী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত হয়েছেন আরও ৭৫০ জনের বেশি মানুষ। বিস্ফোরণের উৎস...

ইরানের বন্দরে বিশাল বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ৫৬১

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনায় সবশেষ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত কমপক্ষে...

সংবাদ প্রকাশের জেরে জাবির সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক সৈকত ইসলামকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। শনিবার (২৬ এপ্রিল) বাগছাসের...

তামিম ও বিসিবি সভাপতি ফারুকের ‘উত্তপ্ত বাক্যবিনিময়’

গ্রীষ্মের তপ্তদাহে উত্তপ্ত নগরী, সেই উত্তাপ যেন ছড়িয়েছে ক্রিকেটা পাড়াতেও। মিরপুর স্টেডিয়ামের ভেতরে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মূলত, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ডেশিং ওপেনার...

সম্পর্কিত নিউজ

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০

ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজায়ী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪...

ইরানের বন্দরে বিশাল বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, আহত ৫৬১

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনায় সবশেষ ৪...

সংবাদ প্রকাশের জেরে জাবির সাংবাদিককে হুমকি, বাগছাসের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক সৈকত ইসলামকে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র...