সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে এখনো ঝুলছে শেখ হাসিনার ছবি!

-বিজ্ঞাপণ-spot_img

দেশে পনেরো বছর ধরে চলতে থাকা স্বৈরশাসনের অবসান ঘটেছে গত বছরের ৫ আগস্ট৷ সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় সরকারের প্রধান শেখ হাসিনা।

পুলিশ ও আওয়ামী বাহিনীর গুলিতে প্রাণ যায় হাজারের অধিক মানুষের, আহত হয়ে এখনও হাসপাতালে যন্ত্রণার জীবন পার করছে জুলাইয়ের যোদ্ধারা। যেই পতিত শাসকের দুই হাতে লেগে আছে রক্ত দাগ, যার হুকুমে চলে গুলি সেই শেখ হাসিনার ছবি এখনও ঝুলছে ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের ওয়েবসাইটে। 

প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১০ মাস পরও কেন স্বৈরাচার শেখ হাসিনার ছবি এখনও ঝুলছে। তবে কী এখনও ‘সর্ষের মধ্যেই ভূত’ লুকিয়ে আছে৷ যারা এখনও সেই শেখ হাসিনাকে ভুলতে পারছে না। বিশ্বাস লালন করছে ফিরে আসবে জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক। 
 
রাষ্ট্রব্যবস্থায় এত পরিবর্তন পরও এখনো কী করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি থেকে যায় পুলিশের ওয়েবসাইটে জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে।

ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, ঢাকার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের কাভার পেজে তিনটি ছবি রয়েছে। এর একটি ছবিতে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশে শেখ হাসিনা মঞ্চ থেকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়াচ্ছেন। ছবিটি বেশ পুরনো হলেও ওয়েবসাইটে থেকে সরানো হয়নি।

ধারণা করা হচ্ছে, ছবিটি হয়তো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে সরকার পরিবর্তনের পরও তা সরানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও নিজ গরজে এটি সরানোর উদ্যোগ নেননি।

গত ১৫ বছর দেশের শাসনক্ষমতায় থাকা
অবস্থায় একটা কাজ করলেই শেখ হাসিনার সান্নিধ্যে আসতে পারতো যে-কেউ। আকাশচুম্বী প্রশংসা করে শেখ পরিবারের প্রচারণা চালালেই মিলতো তওফা।

সেই সময় সরকারি বিভিন্ন দপ্তর ও বাহিনীতও শেখ হাসিনাকে নিয়ে প্রচুর প্রচারণা চালানো হতো। অনেক সরকারি ওয়েবসাইটে তার ছবি বড় করে প্রদর্শন করা হতো। অথচ ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে যেখানে দেশের পর্যটন, ঐতিহ্য ও দর্শনীয় স্থান তুলে ধরার কথা, সেখানে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে একজন নেতার জনসভার ছবি প্রচার কতটা যৌক্তিক সেই প্রশ্নের জবাব হয়তো চাননি কেউই।

তবে ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে ট্যুরিস্ট পুলিশের অন্যান্য আঞ্চলিক অফিসগুলোর ওয়েবসাইটে। সেইসব সাইটে তারা নিজ নিজ এলাকার ঐতিহাসিক ও পর্যটন স্থানগুলোর ছবি তুলে ধরেছে। একইসঙ্গে, তাদের ফেসবুক পেজগুলোতেও নিয়মিত আপডেট দেওয়া হয়। কিন্তু ঢাকা রিজিয়নের ফেসবুক পেজে সর্বশেষ পোস্টটি এসেছে এই বছরের ৩০ ফেব্রুয়ারি। এরপর আর কোনো নতুন তথ্য বা পোস্ট প্রকাশিত হয়নি।

ফেসবুক পেজ থেকে নেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার ও শেখ হাসিনার দলের বিভিন্ন সামাজিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের ছবি ছাড়া সেখানে পর্যটন সংক্রান্ত তথ্য খুব কমই রয়েছে।

এসপি মো. নাইমুল হক বর্তমানে ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের দায়িত্বে রয়েছেন। এর আগে খাগড়াছড়ি জেলা ও উখিয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নে কাজ করেছেন। ২০২৪ সালের ১ অক্টোবর তিনি বর্তমান দায়িত্ব গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে এসপি নাইমুল হক জানান, ছবির দিকটি নিয়ে তিনি অবগত নন।ওয়েবসাইট দেখার বিষয়টি ‘লজিস্টিক সাপোর্ট’ বিভাগ দেখে থাকে। তিনি নিজেও ওয়েবসাইটটি এখনো পরিদর্শন করেননি বলে জানান।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায়...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে...

নোবিপ্রবিতে নিয়ম বহির্ভূত শিক্ষাছুটি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের শিক্ষাছুটি অনুমোদনে নিয়ম-নীতিমালা মানা হচ্ছে না। শিক্ষক সংকটে এতে করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাংলাদেশ...

সম্পর্কিত নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে...