ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে টঙ্গী বাজার আড়ৎপট্টিতে। আগুনে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একটি চালের আড়ত, চারটি আলু পেঁয়াজের আড়ত পুড়ে যায়।
রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মেসার্স সবুজ এন্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সংবাদ পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সবশেষ তথ্যে রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।