অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরের মূল আকর্ষণ হলো ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ, যেখানে ড. ইউনূস ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
বাকিংহাম প্যালেসে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, যা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। ড. ইউনূসের দীর্ঘদিনের সামাজিক উদ্যোগ এবং বৈশ্বিক শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এছাড়া সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য, অভিবাসন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে।
ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা এই সফরকে প্রবাসীদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ইতোমধ্যে লন্ডনের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগে পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনের সময় রাজা চার্লসের সঙ্গে স্থানীয়দের আলাপচারিতায় ড. ইউনূসের নাম উঠে আসে, যা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আরেকটি প্রতিচ্ছবি বলে মনে করছেন বিশ্লেষকরা।