রবিবার, ৩ আগস্ট, ২০২৫

তিনবার পিছিয়ে পড়েও জয়, কোপায় টানা পঞ্চম শিরোপা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

নারীদের এবারের কোপা আমেরিকার ফাইনাল যেন রুদ্ধশ্বাস এক নাটকীয়তার নাম। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে তিনবার পেছনে ফেলেও শেষ পর্যন্ত সাফল্যের দেখা পায়নি কলম্বিয়া। বারবার ঘুরে দাঁড়িয়ে অভিজ্ঞতার দারুণ পরিচয় দেয় সেলেসাও নারীরা।  কেননা তিনবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসে ব্রাজিল অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও ছিনিয়ে নেয় সোনালী শিরোপা। 

এ নিয়ে টানা পঞ্চমবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান মেয়েরা। কেবল একবারই এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা, সেটাও আবার ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে।

শনিবার রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।ম্যাচে কলম্বিয়া তিনবার লিড নিলেও, প্রতিবারই সমতা ফিরিয়ে আনে ব্রাজিল । 

ম্যাচের শুরুতেই দুই দল সুযোগ তৈরি করলেও ২৫ মিনিটে কলম্বিয়া লিড নেয়। অবশ্য থেমে থাকেনি ব্রাজিলও। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফেরায় সমতা। 

৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে আত্মঘাতী গোলে কলম্বিয়া আবারও এগিয়ে যায়। ৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারও ব্রাজিলকে সমতায় ফেরান । কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মায়রা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেন।

কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও  (৩-৩) সমতা ফেরান। আর খেলার উত্তেজনা পৌছে যায় তুঙ্গে।

১০৫ মিনিটের মাথায় অ্যাঞ্জেলিনার নিখুঁত ক্রস থেকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মার্তা। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাকতে পারে নি সেলেসাওরা।  ১১৫ মিনিটে চমৎকার ফ্রি-কিকে সমতায় ফেরান কলম্বিয়ার লেইসি সান্তোস, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

এরপর খেলা চলে যায় টাইব্রেকারে। সেখানেও  ছিল উত্তেজনার ছোঁয়া। 

ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথমে মিস করলে কলম্বিয়া এগিয়ে যায়। কিন্তু পরে মানুয়েলা পাভি ব্যর্থ হন এবং গোলকিপার লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকিয়ে দেন, ফলে ব্রাজিল আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায়।

মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। আর সেখানেই কলম্বিয়ার  ক্যারাবালি হয় ব্যার্থ– ফলে দলটির ভেঙে যায় শিরোপা স্বপ্ন। 

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের শেষ নেই। এসব অভিযোগের সাথে একমত পোষণ করলেন বিসিবি পরিচালক...

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার (২ আগস্ট) রাত সাড়ে...

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

নাটোর চিনিকলে নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাটোরের পুলিশ...

সম্পর্কিত নিউজ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের...

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ...