মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

তিনবার পিছিয়ে পড়েও জয়, কোপায় টানা পঞ্চম শিরোপা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

নারীদের এবারের কোপা আমেরিকার ফাইনাল যেন রুদ্ধশ্বাস এক নাটকীয়তার নাম। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে তিনবার পেছনে ফেলেও শেষ পর্যন্ত সাফল্যের দেখা পায়নি কলম্বিয়া। বারবার ঘুরে দাঁড়িয়ে অভিজ্ঞতার দারুণ পরিচয় দেয় সেলেসাও নারীরা।  কেননা তিনবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসে ব্রাজিল অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও ছিনিয়ে নেয় সোনালী শিরোপা। 

এ নিয়ে টানা পঞ্চমবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান মেয়েরা। কেবল একবারই এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা, সেটাও আবার ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে।

শনিবার রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।ম্যাচে কলম্বিয়া তিনবার লিড নিলেও, প্রতিবারই সমতা ফিরিয়ে আনে ব্রাজিল । 

ম্যাচের শুরুতেই দুই দল সুযোগ তৈরি করলেও ২৫ মিনিটে কলম্বিয়া লিড নেয়। অবশ্য থেমে থাকেনি ব্রাজিলও। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফেরায় সমতা। 

৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে আত্মঘাতী গোলে কলম্বিয়া আবারও এগিয়ে যায়। ৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারও ব্রাজিলকে সমতায় ফেরান । কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মায়রা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেন।

কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও  (৩-৩) সমতা ফেরান। আর খেলার উত্তেজনা পৌছে যায় তুঙ্গে।

১০৫ মিনিটের মাথায় অ্যাঞ্জেলিনার নিখুঁত ক্রস থেকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মার্তা। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাকতে পারে নি সেলেসাওরা।  ১১৫ মিনিটে চমৎকার ফ্রি-কিকে সমতায় ফেরান কলম্বিয়ার লেইসি সান্তোস, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

এরপর খেলা চলে যায় টাইব্রেকারে। সেখানেও  ছিল উত্তেজনার ছোঁয়া। 

ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথমে মিস করলে কলম্বিয়া এগিয়ে যায়। কিন্তু পরে মানুয়েলা পাভি ব্যর্থ হন এবং গোলকিপার লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকিয়ে দেন, ফলে ব্রাজিল আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায়।

মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। আর সেখানেই কলম্বিয়ার  ক্যারাবালি হয় ব্যার্থ– ফলে দলটির ভেঙে যায় শিরোপা স্বপ্ন। 

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার...

‘সবাই বিজয় উল্লাস করছে আর আমরা আমাদের প্রিয়জন হারানোর শোকে ভুগছি’

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে যখন স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সেলিম তালুকদার।ব্র্যাক...

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে...

এক ঘন্টা বিলম্বে রাজশাহী ছাড়ে বিশেষ ট্রেন

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা অভিমুখে যাত্রার জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঘণ্টাখানেক দেরিতে রাজশাহী রেলস্টেশন ছেড়েছে। ট্রেনের মান...

সম্পর্কিত নিউজ

জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন...

‘সবাই বিজয় উল্লাস করছে আর আমরা আমাদের প্রিয়জন হারানোর শোকে ভুগছি’

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে যখন স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে।...

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে...