বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গায়ক নোবেল

বিনোদন ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ, মারধর, অপহরণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাহমুদুর রহমান বলেন,নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের পরিচয় হয়। সেই সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। এরপর ফোনে নিয়মিত যোগাযোগ এবং একাধিকবার দেখা করার মধ্য দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে নোবেল তরুণীকে তার স্টুডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ডেমরার একটি বাসায় নিয়ে যান। তরুণী বাসা থেকে ফিরতে চাইলে, অভিযোগ অনুযায়ী, নোবেল ও তার সহযোগী ২-৩ জন ব্যক্তি মিলে তাকে একটি কক্ষে আটকে রাখে। ওই সময় তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং তাকে ধর্ষণ করেন নোবেল। এছাড়া ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

নোবেল এরপর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তরুণীকে ভয়ভীতি দেখিয়ে গত বছরের নভেম্বর থেকে একটানা বন্দী করে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে চিনতে পারেন। এরপর তারা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশের সহযোগিতায় সোমবার রাতে তরুণীকে উদ্ধারের পাশাপাশি নোবেলকেও গ্রেপ্তার করা হয়।

পরে তরুণীর পরিবার ডেমরা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অপহরণ, অবৈধ আটকে রাখা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলা রুজু করা হয়।

নোবেল এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও আচরণের কারণে আলোচনায় এসেছেন। তবে এবার অভিযোগের প্রকৃতি গুরুতর এবং তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তালিকায় ইউপি চেয়ারম্যান...

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঢাকা বিশদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র অধিকার সমর্থিত 'ডাকসু ফর চেঞ্জ প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা  করেছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা তিনটায়...

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার...

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ৩ বাংলাদেশী আটক 

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবির)।  বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে সীমান্তের রুদ্রপুর...

সম্পর্কিত নিউজ

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা...

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঢাকা বিশদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র অধিকার সমর্থিত 'ডাকসু ফর...

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত...