শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গায়ক নোবেল

বিনোদন ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ, মারধর, অপহরণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাহমুদুর রহমান বলেন,নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের পরিচয় হয়। সেই সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। এরপর ফোনে নিয়মিত যোগাযোগ এবং একাধিকবার দেখা করার মধ্য দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে নোবেল তরুণীকে তার স্টুডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ডেমরার একটি বাসায় নিয়ে যান। তরুণী বাসা থেকে ফিরতে চাইলে, অভিযোগ অনুযায়ী, নোবেল ও তার সহযোগী ২-৩ জন ব্যক্তি মিলে তাকে একটি কক্ষে আটকে রাখে। ওই সময় তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং তাকে ধর্ষণ করেন নোবেল। এছাড়া ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

নোবেল এরপর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তরুণীকে ভয়ভীতি দেখিয়ে গত বছরের নভেম্বর থেকে একটানা বন্দী করে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে চিনতে পারেন। এরপর তারা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশের সহযোগিতায় সোমবার রাতে তরুণীকে উদ্ধারের পাশাপাশি নোবেলকেও গ্রেপ্তার করা হয়।

পরে তরুণীর পরিবার ডেমরা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অপহরণ, অবৈধ আটকে রাখা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলা রুজু করা হয়।

নোবেল এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও আচরণের কারণে আলোচনায় এসেছেন। তবে এবার অভিযোগের প্রকৃতি গুরুতর এবং তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক...

ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলের দ্বন্দ্বে বন্ধ ফেরী চলাচল, যান চলাচলে দুর্ভোগ

শরীয়তপুরে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। জেলার ভেদরগঞ্জে-নরসিংহপুর ঘাটের ইজারা নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।শুক্রবার (১৮ জুলাই) সকাল...

নারায়ণগঞ্জে এনসিপির আগমনে নির্মিত গেইটে আগুন

সারাদেশের ধারবাহিকভাবে জুলাই পদযাত্রা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। এ পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে...

গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) নামে একজন...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর...

ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলের দ্বন্দ্বে বন্ধ ফেরী চলাচল, যান চলাচলে দুর্ভোগ

শরীয়তপুরে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। জেলার ভেদরগঞ্জে-নরসিংহপুর ঘাটের ইজারা নিয়ে...

নারায়ণগঞ্জে এনসিপির আগমনে নির্মিত গেইটে আগুন

সারাদেশের ধারবাহিকভাবে জুলাই পদযাত্রা করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। এ পদযাত্রার অংশ হিসেবে এনসিপির...