মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নরসিংদীতে মাদক বিক্রির অভিযোগে দুই ওসিকে বদলি

মাজহারুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নরসিংদী গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ও কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে উদ্ধার হওয়া ৯৬ কেজি মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানির পর প্রশাসনিক কারণ দেখিয়ে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নরসিংদীর দুই পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে দুপুরে নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত একটি পত্রে নরসিংদী পুলিশ লাইনসে তাদের বদলি করা হয়।

জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় মনির হোসেনের লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাজা উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। ঘটনাস্থল থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ করে নরসিংদী ডিবি অফিসে নিয়ে আসেন এবং ওসি কামরুজ্জামানকে অবহিত করেন। জব্দ তালিকায় ৯৬ কেজি গাঁজার বাজার মূল্য দেখিয়েছেন ১৯ লাখ ২০ হাজার টাকা। আইন অনুসারে জব্দকৃত মালামাল জিডি মূলে আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় আদালতের বিচারক জব্দকৃত ৯৬ কেজি গাঁজা (মাদক) ধ্বংস করে বা পুড়িয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

এদিকে, নরসিংদী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান নরসিংদী কোর্ট পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে এই ৯৬ কেজি গাঁজা মাধবদী আলগী এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দেন। প্রতিকেজি গাঁজার বাজার মূল্য ২৫ হাজার টাকা হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকা কেজি ধরে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে। পরে সেই টাকা ডিবি’র ওসি ও কোর্টের ওসি ভাগ করে নেন।

বিষয়টি জানাজানি হলে নরসিংদী পুলিশ সুপারের নিকট মৌখিক অভিযোগ করেন দায়িত্বরত পুলিশ সদস্য। তবে আদালতের নথিতে দেখা যায় জব্দকৃত ৯৬ কেজি মাদক ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আমাদের অফিসার গাফফার আলামত জব্দ করেছে। এরপর তা জব্দ তালিকা করে কোর্টে পাঠিয়েছে। কোর্ট সেগুলো রিসিভ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করেছে। সেই আদেশও আমাদের কাছে পাঠিয়েছে। এখন কোর্ট ধ্বংস করেছে কি করেনি সেটা তো কোর্টের ব্যাপার। কোর্ট সেটা ধ্বংস করে ভিডিও ফুটেজও দেখলাম আমাকে পাঠিয়েছিল।

তিনি আরও বলেন, কোর্টে পাঠিয়ে দেওয়ার পর আমাদের দায়িত্ব শেষ। এখন এটা নিয়ে অন্য কোনো কিছু হয়, কেউ যদি কোথাও বিক্রি করে, কেউ যদি কারও নাম বিক্রি করে তাহলে তো সেখানে দেখতে হবে সেটার ডকুমেন্টস কি আছে? আমি অন্যায় কোনো কিছুই করিনি। এখানে আমি ষড়যন্ত্রের শিকার।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, বিপাকে পার্থের স্ত্রী

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন...

শুটিংসেটে আহত তটিনী, কাজ অসমাপ্ত রেখেই ফিরলেন ঢাকায়

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে 'মন মঞ্জিলে' নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিতে হয় হাসপাতালে। শুটিং সেটে একটি লাইটস্ট্যান্ড...

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা ফখরুল

চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে...

জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি কাল। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির...

সম্পর্কিত নিউজ

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, বিপাকে পার্থের স্ত্রী

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায়...

শুটিংসেটে আহত তটিনী, কাজ অসমাপ্ত রেখেই ফিরলেন ঢাকায়

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে 'মন মঞ্জিলে' নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনার...

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা ফখরুল

চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২...